তিন মাসে ২৫.৭ বিলিয়ন মার্কিন ডলার আয় হুয়াওয়ের

২২ এপ্রিল, ২০২০ ১৯:৫৭  
করোনা মহামারীসহ নানান প্রতিকূলতার মধ্যেও গত তিন মাসে প্রায় ২৫.৭ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ১.৪% বেশি। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রকাশ করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে তাদের নিট মুনাফার হার প্রায় ৭.৩%। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাস থেকে নিজেদের কর্মীদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করে হুয়াওয়ে। বর্তমান অবস্থায় বড় ঝুঁকিগুলো চিহ্নিত করে উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে কাজ করছে কোম্পানিটি। বিপর্যস্ত এই সময়ের মধ্যেও হুয়াওয়ের ব্যবসা আগের মতোই চলছে এবং বছরের প্রথম প্রান্তিকে আশানুরূপ মুনাফা অর্জিত হয়েছে।